يشاهد
أحداث
مدونة
السوق
الصفحات
أكثر
নদীর কষ্ট হয়,, পানি শুকিয়ে গেলে। গাছের কষ্ট হয়,, পাতা ঝরে পড়লে। রাতের কষ্ট হয়, ও চাঁদ ডুবে গেলে। আমার কষ্ট হয়, বউ তুমি দূরে গেলে।
রূপালী চাঁদের মিষ্টি আলো, বাসিগো তোমায় অনেক ভালো। লক্ষ কোটি তারার মেলা, দেখবো তোমায় সারা বেলা। নিশি রাতে শান্ত থাকবে ভুবন, চাইবো তোমায় আমি সারাজীবন।
রাত যেভাবেই আসুক, তার নিরবতা থাকবেই। চাঁদ যেভাবেই থাকুক, তার জ্যোৎস্না ছড়াবেই। সূর্য যতই মেঘের আড়ালে থাকুক, তার আলো পৃথিবীতে আসবেই। আর নিজেকে যতই লুকিয়ে রাখ না কেন, বউগো আমার ভালোবাসা তোমাকে কাছে আনবেই।
বসন্তের মনোরম গোধূলি বেলাতে,,, গাছে গাছে কি-যে শোভা ঐ ফুলের মেলাতে। এ লগন বয়ে যায়, এসো তুমি প্রিয়া,,, তোমারে পাশে পেয়ে, জুড়াক আমার হিয়া।
আমি তোমায় বলতে শুধু চাই,, তুমি ছাড়া এতো প্রিয় কেউ নাই। ভালোবাসি আমি শুধু তোমায়,, জনমভর শুধু ভালবাসতে চাই।
هل أنت متأكد أنك تريد غير صديق؟
تحميل أكثر
أنت على وشك شراء العناصر، هل تريد المتابعة؟