মায়াবতী
আমার প্রিয় মানুষের প্রতি কোনো অভিযোগ নেই। তবে শেষ বারের মতো সে আমার প্রতি অভিযোগ করেছে।কারণ সে আমার জীবনে ফিরতে চেয়েছিল কিন্তু আমি তাকে ফিরিয়ে নেই নাই। তাকে ফিরিয়ে না নেওয়ার কারণ এটাই ছিল যে মানুষ একটা পশুকেও এভাবে না খাইয়ে মারে না যে ভাবে সে আমাকে ভালোবাসার অভাবে মেরেছে। একটা ক্ষুধার্ত প্রাণীর দিকে চেয়ে থাকলেও বুঝা যায় যে প্রাণীটি খাবার চায়।কিন্ত আমি তার কাছে বারবার ভালোবাসা চাওয়ার পরও সে অবহেলা করেছে।তবে আমি তোমাকে বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলতে চাই যে তুমি তোমার ভুল সিদ্ধান্তের জন্য আমাকে হারালে।

