#দূরত্ব
অভিমান নেই,
অভিযোগ ভুলিয়েছে অভিযোজনের দায়ভার থেকে।
শুধু -
অসীম দূরত্ব এঁকে দিল,
সকল প্রশ্নের দারুণ এক উত্তর -
ওটা শুধুই প্রহসন।
টেনে টেনে গৎবাঁধা নিয়মে ধারাবাহিক সিরিয়ালের মতো দীর্ঘ করা,
কতো আর টানা যায়!
মূলোৎপাটন -
মূল প্রতিপাদ্য হতে পারে না।
শুধু দূরত্বের এক অসম রেখা -
মাঝে মাঝে উঁকি মারে,
বলতে চাই -
অসম রয়ে গেলে অবশেষে,
ওটা তো ভূমিকাতেই উপসংহার টেনেছিল,
তাই হয়তো-
চিরায়ত দূরত
Oyaheduzzaman Selim Selim
Delete Comment
Are you sure that you want to delete this comment ?