গল্প: নদীর ঘাট
গভীর রাতে নৌকার জন্য অপেক্ষা করছিলাম নদীর ঘাটে। একজন মাঝি এসে বলল, সে পার করে দেবে। নৌকায় ওঠার পর দেখলাম, মাঝির মুখটা কাপড়ে ঢাকা। নৌকা মাঝনদীতে যেতেই সে গান ধরল—এক অদ্ভুত করুণ সুর। হঠাৎ চাঁদের আলোয় দেখলাম, লোকটার পা নেই, শরীরটা নৌকার পাটাতন থেকে ধোঁয়ার মতো উঠছে। সে আমার দিকে ঘুরে তাকাল। কাপড়ের আড়ালে তার চোখ দুটো জ্বলছিল। সে হেসে বলল, "এই পারের ভাড়া জীবন দিয়ে মেটাতে হয়।"
#নদীরঘাট #ভৌতিকগল্প #মৃতেরনৌকা #ghostboat #banglahorror #paranormalferry #scaryferryride #ভয়েরগল্প #বাংলাঘোস্ট #midnightriver
গল্প: মৃতের ফোন
এক বছর আগে বাইক অ্যাক্সিডেন্টে আমার ভাই মারা যায়। তার ফোনটা আমার কাছেই থাকত, বন্ধ করে রেখেছিলাম। সেদিন অমাবস্যার রাত। হঠাৎ মাঝরাতে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে দেখলাম, আমার ভাইয়ের নম্বর থেকেই ফোন আসছে। ভয়ে ভয়ে ফোনটা ধরতেই ওপার থেকে একটা ভাঙা, ঘরঘরে আওয়াজ ভেসে এল, "দিদি, এখানে খুব অন্ধকার। জলের তলায় দম বন্ধ হয়ে আসছে। আমাকে বের কর।" লাইনটা কেটে গেল, কিন্তু আমি দেখলাম, ফোনের স্ক্রিনে জলের ফোঁটা জমে আছে।
#মৃতেরফোন #ভৌতিকগল্প #ghostcall #banglahorror #paranormalcall #scaryphonecall #বাংলাঘোস্ট #deadbrother #ভয়েরগল্প #hauntedphone