মাঝে মাঝে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে। জীবন চক্রের এমন এক পর্যায়ে আছি কোনো কিছুতে মন বসে না। সবকিছু থেকে কেমন যেনো মন উঠে যাচ্ছে। কোলাহলের ভিড়ে থেকেও যেন কোথাও আমি নেই। নিজেকে খুঁজে পাই না, খুঁজে পাই না ফিরে আসার পথ....
পৃথিবীতে সবচেয়ে নিম্নমানের অহংকার হলো টাকা আর শারীরিক সৌন্দর্যের অহংকার!
যেখানে মানুষের নিজের কোন কৃতিত্ব নেই অথচ দাম্ভিকতার জন্ম হয়। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পড়তে হয় আর শেষ কাপড়টাও পড়তে হয় অন্যের হাতে তবুও মানুষের অহংকার কমে না.!
কে চলে গেলো; কেনো চলে গেলো, এসব কারণ আর খোঁজা হয়না। আমার সাথে তার এতটুকুই পথচলা ছিলো আমি এটাই বিশ্বাস করি, মেনে নেই। সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক। আমিই কারো শেষ গন্তব্য হবো এটা জরুরী না..!
অনুবাদে-- আমি নিজেকে মুক্ত করতে চাই—আমি কী পেয়েছি আর কী হারিয়েছি, এইসব চিন্তা থেকে। আমি শুধু পালিয়ে যেতে চাই, দূরে কোথাও, শান্ত আর নির্জন কোনো জায়গায়। এই মুহূর্তে, আমি শুধু শান্তি চাই—অথবা কিছুই না।😊🤍
অনুভব আজকাল শব্দে বন্দী, হৃদয়ে নয়। আবেগ এখন পোষ্টে, অনুভূতি গুলো শুধুই ক্যাপশনে। মানুষ আজ আর অনুভব করে না, কেবলই প্রকাশে ব্যস্ত- আর ভেতরের শূন্যতা ঢাকে শুধু মুখের সাজানো বাক্যে।।