সময়টা থেমে থাকে না। ব্যর্থতা আর অপ্রাপ্তির ভিড়ে হাঁটতে হাঁটতেই হঠাৎ একদিন বুঝে যাই—সবকিছু আমাদের জন্য নয়। প্রতিটি না-পাওয়া, প্রতিটি হোঁচ'ট যেন আমাদের একটু একটু করে মানুষ করে তোলে। আনন্দ, দুঃখ, হার-জিত—সব মিলিয়েই জীবন। আর এই জীবনটাই শেখায়, বুঝিয়ে দেয়, কখনো না চাইলেও আমরা বদলে যাই, পরিণত হয়ে উঠি। এভাবেই বয়স বাড়ে, কিন্তু তার চেয়েও বেশি বাড়ে উপলব্ধি।
যে তোমাকে পছন্দ করবে,সে তোমায় সর্বাস্থায় পছন্দ করবে!'
তোমার সেজে-গুজে পারফেক্ট হওয়া চেহারা আর কর্মব্যস্ত ঘর্মাক্ত চেহারা দুটোই তার কাছে সমান মায়াবী এবং আকর্ষণীয়!'
তুমি দেখতে চিকন, মোটা কিংবা খাটো!'সেটা তার কাছে কোনো পরিচয়ই বহন করবে না!'তার কাছে তুমিই সম্পূর্ণ!'তোমার বিকল্প কেউ নাই,তোমার বিকল্প তুমিই!'❣️🌸
Ali Ahmod
Delete Comment
Are you sure that you want to delete this comment ?