হীরের বদলে হাঁস
প্রাচীনকালে এক গ্রামে ছিল হাসান নামে এক গরিব কৃষক। দিনরাত খেটে খেতি করত, কিন্তু সারা বছরের শেষে যা পেত তা দিয়ে পেট ভরানোই মুশকিল হতো। একদিন সে মাঠে কাজ করার সময় একটা ছোট্ট সোনালি রঙের হাঁস পায়। হাঁসটা সাধারণ হাঁসের মতো না, চোখে বুদ্ধির ঝিলিক।
হাসান হাঁসটাকে বাড়ি নিয়ে গেল। পরদিন সকালে অবাক হয়ে দেখে হাঁসটি একটি ছোট হীরের টুকরো দিয়ে বসে আছে! সে ভাবল এটা কেবলই সৌভাগ্য।
প্রতিদিন সে একটা হীর পেত, আর কিছুদিনের মধ্যেই সে বেশ কিছু টাকা জমাতে পারে। কিন্তু তার স্ত্রী একদিন বলল, "হাঁসটা যদি প্রতিদিন এক হীর দেয়, তাহলে এর পেটের ভেতর নিশ্চয় অনেক হীর জমে আছে! একবার কেটে দেখি না?"
হাসান প্রথমে দ্বিধায় পড়ে যায়, কিন্তু লোভ তাকে জয় করে। এক সকালে হাঁসটা যখন ঘুমিয়ে, হাসান আর তার স্ত্রী মিলে হাঁসটিকে মেরে ফেলল। পেট কাটল—কিছুই নেই! না হীর, না স্বর্ণ, কেবল একটা নিরীহ হাঁসের দেহ।
তখন হাসান মাথায় হাত দিয়ে বসে পড়ল। হাঁসের সঙ্গে হারাল তার প্রতিদিনের আশার আলো। গ্রামবাসীরা এসে বলল, “লোভে পড়ে যে ভাগ্যকে হত্যা করে, সে ভবিষ্যতেও শূন্যই থেকে যায়।”
সেই দিন থেকে হাসান আর লোভে কিছুই করত না, কেবল আফসোস করত হারানো হাঁস আর তার দেওয়া হীরের জন্য।
#sifat10