31 w ·Translate

পথের পাঁচালী

বিচ্ছেদ বলতে কী শুধু নর-নারীর বিয়োগাত্মক প্রেমের পরিনতিকেই বোঝায়? না, যে কোনো বিচ্ছেদেই পাঠকের মন কাঁদে যদি গল্প সেই রকম হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি 'পথের পাঁচালি' যুগ যুগ ধরে অপু-দুর্গার বিচ্ছেদের সুর বহন করে চলেছে। অপু দুর্গা যেন আমাদের ঘরের ছোট্ট ভাইবোনটি। অপুর বড় বোন দুর্গার মৃত্যুতে চোখে জল আসে নি এমন পাঠকের দেখা মেলা ভার। পরিচালক সত্যজিৎ রায়ের হাতে পথের পাঁচালির সেলুলয়েড রূপ উপন্যাসটিকে দিয়েছে বিশ্বমানের মর্যাদা।

পথের পাঁচালির তৃতীয় ভাগ 'অপরাজিত' তে অপুর স্ত্রী অপর্ণার মৃত্যুও বাঙ্গালি পাঠককে কষ্ট দিয়েছে। এই কষ্টই যেন 'অপু' চরিত্রটিকে একেবারে নিজের করে নিতে সাহায্য করেছে পাঠকের মনে।