মেমসাহেব
মেমসাহেব উপন্যাসটির রচয়িতা নিমাই ভট্টাচার্য। রোমান্টিক ঘরানার বইটি কিছু চিঠির সমষ্টিমাত্র। চিঠিগুলো লিখেছেন তরুণ সাংবাদিক বাচ্চু তার দোলাবৌদিকে। কিন্তু দোলাবৌদি উপন্যাসের মুখ্য চরিত্র নন। উপন্যাসের কেন্দ্রে আছেন এক জ্বলজ্বলে নারী চরিত্র যাকে ঘিরেই নামকরণ, কাহিনী আগায়।
নিজের অনাড়ম্বর জীবনের কথাগল্প শোনাতেই একদিন চিঠি লিখতে শুরু করে দোলা বৌদির কাছে। তাদের গভীর প্রণয় আর ভালবাসায় পূর্ণ খুঁটিনাটি চিঠিতে স্থান পায়। তারা দু'জন দুজনের সাথে ভবিষ্যৎ কাটানোর স্বপ্নে বিভোর হয়ে থাকে। সেই স্বপ্নের বাস্তবায়নে গ্রীন পার্কের বাসা সাজানো হয়। কিন্তু পরিণতিতে তাদের আর এক হওয়া হয় না। পাঠকের চোখেকে গভীর সমুদ্রের ঢেউ দিয়ে ভিজিয়ে সুনিপুণ ভাবে লেখক তুলে আনেন মেমসাহেব চরিত্রটিকে। ১৯৭২ সালে উপন্যাসটিকে সেলুলয়েডে চিত্রায়িত করা হয় যেখানে বাচ্চু চরিত্রে ছিলেন পশ্চিমবাংলার জনপ্রিয় নায়ক উত্তম কুমার।