31 w ·Translate

ন হন্যতে

ন হন্যতে'-কে উপন্যাস না বলে আত্মজীবনীও বলা যেতে পারে। সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বাংলা প্রেমের উপন্যাসটি রচনা করেছেন লেখিকা মৈত্রেয়ী দেবী।

কলকাতায় মৈত্রেয়ী দেবীর বাবা, প্রফেসর সুরেন্দ্রনাথ দাশগুপ্তর কাছে পড়তে আসেন রোমানীয় যুবক মির্চা এলিয়েড। মৈত্রেয়ী দেবী তখন ষোড়শী কোমলমতি বালিকা। মেয়ের বুদ্ধিমত্তায় গর্বিত মৈত্রেয়ী দেবীর বাবা ওনাকে সেই সময় অপেক্ষা সংস্কারমুক্ত শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশে বড় করেছিলেন। নিজের প্রিয় ছাত্র মির্চা এলিয়েডের সাথে মেয়েকে অধ্যয়ন করতেও উৎসাহিত করেন উনি। মৈত্রেয়ী দেবীর কথায় উনি এবং মির্চা ছিলেন তার বাবার অত্যন্ত প্রিয় ছাত্র। কিন্তু এরই মাঝে জন্ম নেয় মির্চা এবং মৈত্রেয়ীর ভালবাসাও। তাদের লুকোনো ভালবাসা সম্পর্কে জানার পর মৈত্রেয়ী দেবীর বাবা মির্চাকে তাঁদের বাড়ী থেকে তাড়িয়ে দেন।

১৯৩৩ সালে মির্চা এলিয়ড 'মৈত্রেয়ী' নামে একটি উপন্যাস প্রকাশ করেন এবং তাতে ঘটে যাওয়া কাহিনির বাইরেও মনগড়া কিছু ঘটনা লেখেন। সেই সময়কার সত্যতা তুলে ধরতেই ১৯৭৪ সালে মৈত্রেয়ী দেবী 'ন হন্যতে' উপন্যাসটি রচনা করেন। এই উপন্যাসের অনুপ্রেরণায় বলিউডের 'হম দিল দে চুকে সনম' তৈরি হয়।