31 w ·Translate

ইতালির অর্থনীতি
গত ৩০ জানুয়ারি রয়টার্স এক প্রতিবেদনের শিরোনামে বলেছিল—ইতালির অর্থনীতিতে স্থবিরতা, ভবিষ্যৎ উন্নতিতে ছায়াপাত। দেশটির গত বছরের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করেই এমন শিরোনাম দেওয়া।

প্রতিবেদনে বলা হয়, ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়া সত্ত্বেও ইতালির জিডিপি পরপর দুই প্রান্তিকে কোনো প্রবৃদ্ধির মুখ দেখেনি। এমন স্থবিরতা দেশটির ভবিষ্যৎ উন্নতির ওপর ছায়া ফেলছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইউরোপীয় ইউনিয়নের উরসুলা ফন দার লেইয়েনের সঙ্গে বৈঠকে ইতালির মেলোনি। ফাইল ছবি: এএফপি
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইউরোপীয় ইউনিয়নের উরসুলা ফন দার লেইয়েনের সঙ্গে বৈঠকে ইতালির মেলোনি। ফাইল ছবি: এএফপি
নেদারল্যান্ডের বহুজাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান আইএনজি'র জ্যেষ্ঠ অর্থনীতিবিদ পাওলো পিজ্জোলি সংবাদ সংস্থাটিকে বলেন যে, তিনি আশা করেছিলেন এই বছরের শুরুতে ইতালির প্রবৃদ্ধি হবে 'খুবই কম'। দ্বিতীয় প্রন্তিকে 'কিছুটা ঘুরে দাঁড়াবে'। তার মতে, বার্ষিক প্রবৃদ্ধি শূন্য দশমিক সাত শতাংশ হতে পারে। এটি সরকারের লক্ষ্য এক দশমিক দুই শতাংশের তুলনায় অনেক কম।

গত ২ এপ্রিল ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়, ব্যবসায়ীরা আশা করছেন চলতি বছর ইতালির অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে শূন্য দশমিক ছয় শতাংশ হতে পারে।

গত বছরের ১২ সেপ্টেম্বর স্ট্যাটিস্টার তথ্যে বলা হয়, ২০২৩ সালে ইতালির বেকারত্বের হার ছিল সাত দশমিক ছয় শতাংশ। ২০২৬ সাল পর্যন্ত এই হার বা এর কাছাকাছি হার থাকতে পারে।