মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গতকাল বৃহস্পতিবার ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমতি বাতিল করেছে এবং বর্তমান বিদেশি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর বন্ধ করারও নির্দেশ দিয়েছে।
আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি ও রয়টার্স।
বর্তমানে ওই হার্ভার্ডের ২৭ শতাংশ শিক্ষার্থীই বিশ্বের অন্যান্য দেশ থেকে আগত।
এর আগে, গত মাসে 'প্রশাসনের কথা মতো কাজ না করলে' বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমতি বাতিলের হুমকি দিয়েছিল ট্রাম্প প্রশাসন। পাশাপাশি, হার্ভার্ডের জন্য অর্থ বরাদ্দও বাতিল করে সরকার।
প্রশাসনের সর্বশেষ এই উদ্যোগকে 'বেআইনি' বলে অভিহিত করেছে হার্ভার্ড এবং এর প্রতি নিন্দা জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন হাজারো শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে বলেছে, এই পদক্ষেপে ক্যাম্পাস ও সামগ্রিকভাবে আমেরিকা, উভয়ই ক্ষতির শিকার হবে।
এক শিক্ষার্থী এএফপিকে জানিয়েছে, বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার মধ্যে 'আতংক' বিরাজ করছে।
নানা কারণে হার্ভার্ডের ওপর রেগে আছেন ট্রাম্প।