31 ভিতরে ·অনুবাদ করা

নদী ও জীবননদী বলে, “চলছি আমি, থামবো না রে কভু!”পাহাড়, বন, মাঠ পেরিয়ে গান গাই নব নব।পাড় ভাঙে, পাড় গড়ে, বয়ে চলে অনন্তজীবনেরই প্রতিচ্ছবি, বয়ে চলে অবিরত।কখনো শান্ত, কখনো রুদ্র, কখনো উদার হাসি,নদীর মতো চলার পথে বাঁধা আসবেই আসি।নদী বলে, “থামিস নে রে, সামনে অনেক পথ!”জীবনও তাই নদীর মতো, এগিয়ে চলাই রথ। — ✍ অজ্ঞাত