১৯৮৩ সালের কথা। কাজের খোঁজে স্থানীয়রা যখন কালাব্রিয়া ছাড়ছেন তখন ২০ বছর বয়সী রোজেল্লা আকুইলান্তি সিদ্ধান্ত নেন তিনি সেখানকার এক জনশূন্য গ্রাম পেনতেদাত্তিলোতেই থাকবেন। এখন তার বয়স ৬৩ বছর।
ইতালির দক্ষিণপশ্চিমে সাগর-ঘেরা নৈস্বর্গিক পাহাড়ি উপদ্বীপ কালাব্রিয়া। এই অঞ্চলের এক সময়ের জীবন্ত গ্রাম পেনতেদাত্তিলো এখন মৃত-ভুতুরে। কালের রেঁদার টানে খসে পড়েছে ঘরের টালি। উজার হয়েছে দরজা-জানালা। খুলে পড়েছে পাথরের গাঁথুনি।
বছর দুয়েক আগে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের এক ভিডিও প্রতিবেদনে দেখা যায়—প্রায় ৪০ বছর ধরে রোজেল্লা একাই লড়াই করে যাচ্ছেন জনমানবহীন গ্রামটি 'বাঁচিয়ে' রাখার জন্য। সেখানে তিনি সৃষ্টি করেছেন নিজের স্বর্গ। ছাগল পুষে চালিয়ে নিচ্ছেন নিজের জীবিকা। আছে জলপাই গাছ আর বুনো সবজির ঝোপ।