সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে—ইতালির দক্ষিণাঞ্চলে বেকারত্বের হার ১৫ থেকে ১৭ শতাংশ। উত্তরাঞ্চলে তা তিন শতাংশের কাছাকাছি। অর্থাৎ, দেশটি ভয়ঙ্করভাবে দুই ভাগে ভাগ হয়ে গেছে।
সম্প্রতি, ইউরোনিউজের এক প্রতিবেদনে বলা হয়—ইতালির অর্থনীতি চাঙা করতে যে শ্রমশক্তির প্রয়োজন তা বিদেশি শ্রমিকদের দিয়ে মেটানো যেতে পারে। কিন্তু, দেশটিতে অভিবাসনবিরোধী রাজনৈতিক শক্তির উত্থান সেই সম্ভবনাকে দূরে ঠেলে দিতে পারে।
Mi piace
Commento
Condividi
hanif ahmed Romeo
ঝগড়া, মনোমালিন্য, সবকিছুই ছিল, কিন্তু প্রিয় তোমার ভালোবাসার সুর সবসময়ই আমার কানে বাজে। তোমার সাথেই আমি হাসি, তোমার কাছেই আমি কাঁদি, তুমি আমার সব, তুমিই আমার পৃথিবী।
━━❖❖❤️❖❖━━━
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?