বিবিসি বাংলাকে তিনি বলেন, 'স্যার বলছেন আমি যদি কাজ করতে না পারি... যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার.....। কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে।'
ড. ইউনূসের বরাত দিয়ে বিবিসিকে নাহিদ আরও জানান, 'আমিতো এভাবে কাজ করতে পারবো না। যদি রাজনৈতিক দলগুলা তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পারো।'
এ কথা শুনে প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো কঠোর সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর নতুন গঠিত দল এনসিপির নেতা নাহিদ।
এনসিপির আহ্বায়ক নাহিদ প্রধান উপদেষ্টাকে বলেন, 'আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন। এবং সবগুলা দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন। সবাই তার সাথে আশা করি কো-অপারেট করবেন।'
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজোঁ কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব দ্য ডেইলি স্টারকে জানান, নাহিদ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন।