তিনি আরও বলেন, 'আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেতে চাই না। কিন্তু যখনই নির্বাচনের কথা বলি, তারা বলেন, সময় লাগবে। কত সময় লাগবে? জুন না ডিসেম্বর—পরিষ্কার করে বলুন। ক্ষমতার মালিক জনগণ। জনগণ কাকে ক্ষমতায় বসাবে তা আমরা জানি না।'
এই বিএনপি নেতা বলেন, '১৯৭১ সালের মুক্তিযুদ্ধবিরোধীরা এখন স্বাধীনতা অস্বীকার করছে। ১৬ ডিসেম্বর আমাদের চেতনা বোধের দিন। অথচ জামায়াত একে 'পাকিস্তান ভাগ' বলছে। এটি তাদের উদ্ধত আচরণ।'
Like
Comment
Share