31 w ·Translate

মানুষ জন্মগতভাবেই স্বাধীন হতে চায়। কিন্তু সমাজের নিয়ম, দায়িত্ব আর মতামতের ভারে অনেক সময় নিজেকে বন্দী মনে হয়। জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজের সত্যিকার চেহারা বজায় রেখে বাঁচা। নিজের পথ নিজেই তৈরি করুন। সবাইকে খুশি রাখা সম্ভব নয়, কিন্তু নিজের আত্মা যদি খুশি থাকে, সেটাই আসল মুক্তি।