শুরু থেকে আমি একা,
হেঁটে চলেছি দিশেহারা পথ,
ছিল না কেউ আমার পাশে ,
ধরে নি কেউ আমার এই হাত..
তাই এখন সব, ভিন্ন ভিন্ন লাগে
তুমি ছাড়া, ঠুনকো এ জগৎে
এত সহজে ছেড়ে দিলে হাত..
তুমি ছাড়া শূন্য শূন্য লাগে
ঠোঁটে আসে নাম তোমার বারেবারে,
বোঝায় কাকে , এ কেমন ব্যথা…
Shunno (শূন্য) | MEMORIES ARE FOREVER [EP]