31 w ·Translate

আজকাল নিজেকে খুব স্বাধীন মনে হয়। কারো প্রতি কোনো অভিযোগ নেই; কারো কাছ থেকে কোনো এক্সপেকটেশনস নেই, কাউকে নিজের ব্যাপারে কিছু বলারও ইন্টারেস্ট নেই।

নিজের মত করে একাকিত্ব কে সাথে নিয়ে দিব্বি দিন কাটিয়ে দিচ্ছি। আজকাল একা থাকতে ভিষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। কারো সাথে কথা বলার আর আকুলতা নেই। স্বাধীন একটা জীবন, কারো হস্তক্ষেপ নেই। 🤍📌