এই শহরের ভিড়, শব্দ আর দমবন্ধ করা কোলাহলে এখন আর নিজেকে ঠিক খুঁজে পাই না।
মনটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। খুব ইচ্ছে করে সবকিছু ফেলে দূরে কোথাও চলে যাই।
যেখানে থাকবে না কোন মানুষ, থাকবে না কোন কোলাহল।
শুধু থাকবে নিরব প্রকৃতি, খোলা আকাশ, আর আমার নিঃশ্বাস ফেলার একটু জায়গা।
একটু শান্তি চাই, একটু নির্জনতা, যেখানে নিজের সঙ্গে সময় কাটাতে পারব,
যেখানে মস্তিষ্কে জমে থাকা কিছু ময়লা আবর্জনা ধীরে ধীরে বাতাসে মিশে যাবো। 😮💨
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری