"তোমাকে একজন পেয়েছে মানে,আরেকজন কি বিভৎস ভাবেই না তোমাকে হারিয়েছে"। কেউ একজন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কাউকে না পাওয়ার আক্ষেপ করে যাচ্ছে।অথচ অন্য কেউ কোনো আক্ষেপ ছাড়া,সাধনা ছাড়াই তাকে নিজের করে পেয়ে গেলো।সে জানেও না সে যাকে নিজের করে পেলো,তাকে পেতে কেউ একজন কতশত দিন ধরে ক্ষুধার্ত ভিক্ষুকের মতো তার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলো।
Gusto
Magkomento
Ibahagi