31 w ·Translate

"প্রতিযোগিতা নয়, নিজেকে প্রতিদিন আরও ভালো করার চেষ্টাই আসল উন্নতি। অন্যকে দেখে হীনমন্যতায় ভোগার কিছু নেই। প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তুলুন। কাল থেকে আজ যেন ভালো হন—এটাই হোক আপনার লক্ষ্য। পরিবর্তন আসে ধৈর্য আর চেষ্টার মাধ্যমে।"