48 u ·Prevedi

সাপ নিয়ে অন্তত ছয়টি বই আছে আমার লাইব্রেরীতে।

চন্দ্রবোড়া মূলত একটি নিশাচর সাপ। এর মূল খাবার হচ্ছে ইঁদুর।

স্ত্রী চন্দ্রবোড়া মে থেকে জুলাই মাসে বাচ্চা দেয় প্রায় ৬ থেকে ৬৩ টি।

এটি চলাফেরা করে খুবই ধীরে, কিন্তু আক্রমণ করে বিদ্যুৎ বেগে।

অনেকে বলছেন এটি নিজে থেকে তেড়ে আসে। কথাটি সত্য নয়। নিরুপায় হয়ে শেষ প্রতিকার হিসেবে এরা কামড় দেয়। এর আগে হিস হিস শব্দ করে। অধিকাংশ মানুষ রাতের বেলায় এর কামড় খায়।

সাপেদের বিবর্তনের সর্বোচ্চ স্থানে এই ভাইপার বা বোড়া। এরা প্রচুর বিষ করতে পারে কিন্তু গোখরার মত এদের বিষ ততটা তীব্র নয়।

ইঁদুরের উৎপাত যেখানে বেশি, সেখানেই তার থাকার সম্ভাবনা বেশি। এছাড়া এখন পানির জন্য তাদের থাকার জায়গা কমে যাওয়ায় এরা ইঁদুর ছাড়াও আসতে পারে।

কাজেই সাবধানে থাকুন, আতংকিত নয়।

সতর্কতা ছড়ান, আতংক নয়।

শুভকামনা সবাইকে।
ডা.আবরার জাবের

image
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।