জানো মায়াবতী..!!
তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়,আমার পৃথিবী। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিলো এক অমূল্য রত্ন,যা আমি কখনো ভুলতে পারবো না। তোমার হাসি,তোমার মিষ্টি কথা, তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া, প্রতিটি সপ্ন_সবকিছুর যেন একটি অদৃশ্য সুর,যা আজো আমার হৃদয়ে ভাসে,তুমি বিহীন আমার পৃথিবী স্তব্ধ হয়ে যাবে,আমার হয়ে থেকে যাও প্রিয়,, অনেক ভালোবাসি তোমায়..!!🖤🫶
Synes godt om
Kommentar
Del