কলুষিত ও হিংসাগ্রস্থ মন কিভাবে বুঝবেন ? দেখবেন, এরা ভালো কোন কিছু দেখলে বা ভালো কোন কথা শুনলে বারবার বলবে "এ আর এমন কি ব্যাপার ? খামোখা এ নিয়ে এতো খুশি হবার কি আছে ? এসব বলা সহজ শুনতেই সুন্দর এসব বাস্তব জীবনে করা কঠিন ...মানে এসব কথা বলে নিজের এক্সকিউজ নিজের না করতে চাওয়া বা নিজের দুর্বোধ্যতা ঢাকার জন্য অন্যকে এসব বলে থাকে তারা l
তারা নিজেরাও ভালোটা ফলো করতে অপারগ আবার অন্য কেউ ভালো বললে তাদের বিশেষ জ্বলে কেন যেন 🙂
তারা বাস্তব জীবনে করা কঠিন বলে কেন জানেন কারণ এরাই বাস্তব জীবনে অন্যকে এপ্রিশিয়েট করতে পারেনা প্রচুর জটিল ও হীনমন্য বৈশিষ্ট্যের
অন্যের ভালো এনার্জি ও মোটিভেশনকে এভাবে তুড়ি মেরে মেরে নষ্ট করে বাস্তব জীবনে এরাই l তাই তারা নিজেরাও ভালো থাকেনা আশেপাশের মানুষগুলোকেও ভালো থাকতে দেয়না l এটাই সত্য
