Official Statement
ভাই দেখেন আমরা একই স্কুলে পড়তাম কিন্তু আমাদের মাঝে প্রেম ছিলনা, এমনকি আমরা প্রেম করেও বিয়ে পর্যন্ত আগাই নাই, স্কুলে থাকতে এই মেয়েটার পছন্দ ছিলো অন্য পোলাপান, ওই লিস্টে তখন আমি ছিলাম না, কিন্তু আমি মাঝে মাঝে তার বারান্দার সামনে দাড়াইতাম একটু পাত্তা পাওয়ার জন্যে কিন্তু তবুও লাভ হয়ে উঠে নাই,
তার পর আমিও আমার প্রেম নিয়ে ব্যস্ত হয়ে পরি, যেই প্রেমের কারণে SP এর উৎপত্তি..
দীর্ঘ ১০ ১২ বছর পর এই রোজায় হঠাৎ এই মানুষটার কথা মনে পড়ে, কিন্তু হঠাৎ কেনো মনে পড়লো তা আমার জানা নাই, আমি ভাবলাম মেয়েটা কি বিয়ে করে ফেললো কিনা, পরে খোঁজ নিয়ে জানলাম করে নাই, মেয়েটার আইডি টাও আমার কাছে ছিলনা তখন, আমি আরেক বান্ধবী এর কাছ থেকে প্রোফাইল লিংক নিয়ে প্রথম মেসেজ করলাম এভাবে Are you in a relationship? please say no !!
এরপর দুই সপ্তাহ এর মধ্যেই যা হবার হয়ে যায়, খুব তাড়াতাড়ি এবং পরিবারের মতামত ছাড়া আমার আগানোর ইচ্ছা ছিলনা
মেয়েটার অতীত বর্তমান যেভাবে গ্রহণ করেছি আমি,
মেয়েটিও আমার বিষয় গুলো বুঝার চেষ্টা করেছে
মনের মিল হওয়ায় খুব একটা দেরি করিনি..
এখন দেখেন যেটা ভালো মনে করেন, পারলে আপনারা দোয়া কইরেন, যাতে ভালোভাবেই যায় সামনের দিন গুলো..
মেয়েটার একটাই দুঃখ আমি কেন অন্য মেয়েদের নিয়ে ভিডিও বানাই ): তারে বলছি আস্তে ধীরে কমিয়ে দিবো 🌝
আর এই পোস্ট দেখার পর মেয়েটা এসে বলবে আমাকে অনেক কালো লাগতেছে.. আরেকটু সাদা করা গেলো না? 😔

Sweety Hasan Hasan
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?