30 w ·Translate

আমি ম্যামের কথা মত চোখ খুলতেই যা দেখলাম তা দেখে যেন আমি আকাশ থেকে পড়লাম। কারণ আমি চোখ খুলতেই দেখি মিরা আমার সামনে দাঁড়িয়ে আছে। তাও আবার খুব আপত্তিকর অবস্থায় সম্পূর্ণ..! আমি সাথে সাথেই নিজেকে সামলে নিয়ে বললাম,

কাব্যঃ মিরা তুমি? আর কি ব্যাপার তুমি এখানে কেন এসেছো? আর আমার সামনে এভাবে দাঁড়িয়ে আছো কেন? ম্যাম কোথায়? (আমি চোখ বন্ধ করে বললাম)

মিরাঃ কেন এসেছি তুমি জানো না কাব্য? আমি তো তোমার ইচ্ছা পুরণ করতে এসেছি। আর তুমি তো আমাকে ঠিক এভাবেই কাছে পেতে ছেয়েছিলে, তাই না। তাহলে এখন কেন এভাবে চোখ বন্ধ করে আছো, কেন?