30 ш ·перевести

কাব্যঃ মিরা প্লিজ আমি তোমাকে কিভাবে পেতে চেয়েছি তা তোমার থেকে আমাকে শিখিতে হবে না। প্লিজ তুমি এখন কাপর পড়ে নাও এখান থেকে চলে যাও।

মিরাঃ কিহ্ চলে যাবো? চলে যাওয়ার জন্য তো আমি আসি নি কাব্য। আমি তোমাকে আজ আপন করে পাবো বলেই এসেছি। আর শুধু আজকের জন্য নয় সারা জীবনের জন্য। আর যদি আজকের পর আমি তোমাকে আপন করে না পাই, তাহলে এখান থেকে আমি না আমার লাশ যাবে।

এই বলে মিরা আমাকে জরিয়ে ধরে কিস করতে শুরু করলো। আমি অনেক চেষ্টা করেও ওকে নিজের কাছ থেকে সরাতে পারছি না। এক পর্যায়ে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আস্তে আস্তে আমিও মিরাকে মিরার ডাকে সারা দিয়ে ওর মাঝে হারিয়ে যেতে থাকি এবং সব শেষে আমি বিছানায় শুয়ে আছি।

মিরার সাথে শারীরিক সম্পর্ক
আর মিরাও সম্পূর্ণ আপত্তিকর অবস্থায় আমার বুকের উপর শুয়ে আছে।

আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, না না এটা আমি কি করলাম? একটা মেয়ের সব চাইতে দামি জিনিটা আজ আমি তার কাছ থেকে নিয়ে নিলাম। এখন যদি আমি ওকে আমি না মেনে নেই, তাহলে?

তাহলে তো আমি মিরার কাছে নয় বরং নিজের কাছেই সারাজীবন অপরাধি হয়ে থাকবো। আর আমার পাপের ফল যদি কোন দিন আমার পরিবারের উপর দিয়ে যায়। তাহলে তো আমি বেঁচে থেকেও মরে যাবো। আর নিজের এই অপরাধ বোধ থেকে বাচার একমাত্র উপায় হল মিরাকে মেনে নেওয়া। কিন্তু মিরার বাবা কি আমাদের এই সম্পর্ক মেনে নিবে?
তাই আমি মিরাকে বললাম,

কাব্যঃ আচ্ছা মিরা তোমার বাবা কি আমাদের এ সম্পর্ক মেনে নেবে?

মিরাঃ কেন নিবে না? আমি তার একমাত্র চোঁখের মনি। আমার সুখের জন্যে বাবা সব করতে পারে।

কাব্যঃ হ্যাঁ, মিরা হয়তো তোমার সুখের জন্যে তিনি তার জীবনটাও দিতে পারে। কিন্তু একটা কথা ভেবেছো তিনি কি আদৌও আমাকে তোমার জন্যে পছন্দ করবে? কোথায় তুমি আর কোথায় আমি মিরা!

মিরাঃ কাব্য এসব কিছু নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার আর আমার সম্পর্কের কথা বাবা সব জানে। আর তিনি আমাদের এ সম্পর্ক মেনেও নিয়েছেন। (মিরা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললো)