আমার মধ্যে দারুণ একটা পরিবর্তন খেয়াল করছি। আমি দেখছি ইদানীং মন খারাপ হলে খুব বেশি একটা বিষন্ন হয়ে চুপচাপ বসে থাকি না। আমি সবার সাথে ঠিকঠাক কথা বলি, আমি মানুষের সাথে হাসি।
চলার পথে যখন কোনো সমস্যার মুখোমুখি হই, চারপাশে তাকিয়ে দেখি আমার জন্য কেউ দাঁড়িয়ে নেই। তখন আমি একাই সেই সমস্যার মোকাবেলা করি অথবা এড়িয়ে যাই; ভাবি যা হবার তো হবেই, বিপদ আমার জন্য নতুন কিছু না।
অন্ধকার কে যে ভালোবাসলো তার ঝড়-তুফানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। @highlight
Like
Comment
Share