12 i ·Översätt

আপনাদের সাথে আরো একটি গল্প শেয়ার করব। গল্পের নাম বই পড়া‌ ।প্রমথ চৌধুরী ৭ই আগস্ট ১৮৬৮সালে যশোরে জন্ম গ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছীল পাবনা জেলার হরিপুর গ্রামে‌ । তাঁর শিক্ষাজীবন ছিল অসাধারণ কৃতিত্ব পূর্ণ। তিনি ১৮৯০ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে এম এ ডিগ্রী লাভ করেন এবং করের ব্যারিস্টার পড়ার জন্য বিলাপ যান। বিরাট থেকে ফিরে এসে ব্যারিস্টার যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্য অধ্যাপনা করেন এবং সাহিত্য চর্চায় মনিবেশ করেন। তার সাহিত্যিক ছন্দ নাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত ভাষারীতি পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেন। বস্তুর তারায় নেতৃত্ব বাংলা সাহিত্যে নতুন গদধারার সূচিত হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থ বীরবলের হালখাতা রাতের কথা চারিয়ারি কথা আহুতি প্রবন্ধ সংগ্রহ নীললোহিত। পরমাত চৌধুরী দোসরা সেপ্টেম্বর ১৯৪৬ সালে কলকাতায় পরলোক গমন করেন।

বই পড়া সবটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে বই পড়তে পরামর্শ দিতে চাই না। পরমত সে পরামর্শ কেউ গ্রাহক করবে না, কেননা আমরা জাত হিসেবে সৌখিন নই। দ্বিতীয়তঃ অনেকে তাক ও পরামর্শ মনে করবেন কেননা আমাদের এখন ঠিক করবার সময় নয়। আমাদের এই রোগ শোক দুঃখ-দরিদ্র দেশের সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা তখন সেই জীবনকে সুন্দর করা মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলেই উঠবো আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালাও চোখের জল দুই দূর করবে

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

5 timmar ·Översätt

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

5 timmar ·Översätt

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

5 timmar ·Översätt

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।