রিয়াদুস সালেহীন হারিস নাম্বার (১৪১৯)(১৪২০) | #হাদিস
রিয়াদুস সালেহীন হারিস নাম্বার (১৪১৯)(১৪২০) | #হাদিস
বেসি পড়ে পাশ করতে হয় —
আর আমি?
রোল নাম্বার দেখে বুঝি কাকে দেখে লিখবো! 😬
কলেজে বইয়ের চেয়ে Attendance রেজিস্টারে নাম লেখা বেশি কষ্টকর!
#studentlogic #collegejibon #funnypost
SSMB29 সিনেমায় ফাইট সিকোয়েন্স বডি ডাবল নয় বরং মহেশ বাবু খুদ করবেন। ⚡🔥
অবাকক হওয়ার কিছু নাই মহেশ আগে পুরো সিনেমার একশন সিকোয়েন্স নিজেই করতেন এখন কিছুটা কমিয়েছে। এখন সিনেমায় ৮০% একশন সিকোয়েন্স নিজেই করেন মহেশ।
◾ শুনা যাচ্ছে এই সিনেমায় মহেশ বাবুর কোনো বডি ডাবল ব্যাবহার করা হবে না। নিজের একশন সিন নিজেই শ্যুট করবেন মহেশ বাবু। এই সিনেমায় থাকবে হাই-অকটেন ওয়ার্ল্ডক্লাস একশন সিকোয়েন্স।
◾এই সিনেমায় মহেশ বাবুকে সলো ড্যান্স নাম্বারে দেখা যাবে। এই গানের জন্য লার্জার দ্যান সেট নির্মাণ করবেন রাজামৌলি।
◾ প্রিয়াঙ্কা চোপড়া একটি গানের কিছু অংশ শ্যুটিং করে ফেলেছেন।
◾ রাজামৌলির সাথে মাগাধিরা, বাহুবালী, RRR সিনেমার সিনেমাটোগ্রাফার স্যান্থিক কুমার SSMB29 সিনেমায় কাজ করবেন না। রাজামৌলি চাচ্ছেন এই সিনেমা নতুন কাউকে নিয়ে কাজ করবেন। পুরো সিদ্ধান্ত এখানে রাজামৌলির ছিল!
#ss49 #maheshbabu #ssmb29 #rajamouli #priyankachopra
সবার অবগতির জন্য, জানানো যাইতেছে আপনাদের যদি কোন ,কম্পিউটার এমব্রয়ডারি ডিজাইন সংক্রান্ত তথ্য বা ,কাজ দরকার এরকম কোন বিষয় থাকে,তাহলে অবশ্যই আমাকে জানাবেন । আমি কম্পিউটার এমব্রয়ডারি ডিজাইন এবং মেশিন সেল নিয়ে কাজ করে থাকি।পুরাতন অথবা নতুন মেশিন পাওয়া যায় আমার কাছে আমার সাথে । যোগাযোগের জন্য এই নাম্বারে দুইটা নাম্বার আছে গ্রামীণ নাম্বারটা হোয়াটসঅ্যাপ ,মেসেঞ্জার করা আছে।