ইয়া আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও তোমার দিনের পথে, যে পথে চললে তুমি খুশি হও এবং আমার জন্য দু’জাহানের কল্যাণকর হয় তা আমাকে দান কর। আমিন।