ঘুঘুচাঁদবাবু তার মেয়ে বুল্টির সাথে বাড়ির সামনে বসে আছেন। এমন সময় সেখানে বুল্টির বয়ফ্রেন্ড কেল্টু হাজির।
ভয়ে প্রথমে বুল্টির মুখ শুকিয়ে গেল।
তবুও বুদ্ধি করে কেল্টুকে জিজ্ঞেস করলঃ "তুমি কি চমচম খাঁর লেখা DADDY IS AT HOME বইটা নিতে এসেছ?"
কেল্টুঃ "না, আমি কুমকুম কুমারীর লেখা 'WHERE SHOULD I WAIT FOR YOU ?'বইটা নিতে এসেছি।"
বুল্টিঃ "সরি, এই বইটা আমার কাছে নেই, তবে তুমি কুমার কার্তিকের লেখা 'UNDER THE MANGO TREE' বইটা পড়ে দেখতে পারো।"
কেল্টুঃ "ঠিক আছে, তবে তুমি কলেজ যাবার সময় 'Retail Management guide-CALL YOU IN 5 MINUTES'-টা আনতে ভুলো না।"
বুল্টিঃ- আমি কলেজ যাবার সময় তোমার জন্য অচেতন ভগতের লেখা "I WON'T LET YOU DOWN" বইটাও নিয়ে আসব।
কেল্টু: "ওকে। বাই"।
কেল্টু চলে যাবার পর ঘুঘুচাঁদবাবু বুল্টিকে জিজ্ঞেস করলেনঃ "হ্যাঁরে, এত গুলো বই! ছেলেটা কি সব পড়ে ফেলতে পারবে!!!""
বুল্টি (চোখ উজ্জ্বল) : "হ্যাঁ বাবা, ও পোচ্চন্ড স্মার্ট আর বুদ্ধিমান !!!"
ঘুঘুচাঁদ (নির্লিপ্তভাবে) : "তাই নাকি! তাহলে বরং প্রেমকান্ত বাক্যবাগীসের লেখা '' FATHERS' ARE NOT STUPID" বইটাও একবার পড়তে বলিস। তুইও পড়িস! বুঝলি?
Noton123
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?