30 میں ·ترجمہ کریں۔

তোমার নামেই রচনা করি স্বপ্ন

প্রতিদিন সূর্য ওঠে,
তবুও আমার আলো আসে তোমার হাসি থেকে।
তোমার এক চাহনিতে ভরে যায় হৃদয়,
যেন বহুদিনের তৃষ্ণা মেটে এক ফোঁটা ভালোবাসায়।

তুমি কিছু বলো না,
তবুও তোমার নীরবতা আমার কাছে সবচেয়ে মধুর।
তুমি হেঁটে গেলে, বাতাসেও থাকে তোমার গন্ধ,
ফুলেরা যেন তখন আরও একটু বেশি ফুটে ওঠে।

তোমাকে ভালোবেসে শেখা হয়েছে,
কীভাবে চোখের ভাষায় বলা যায় হাজার অনুভব।
তোমাকে দেখে বুঝেছি,
ভালোবাসা মানে কারও পাশে নীরবে দাঁড়িয়ে থাকা।

তোমার নামটি মনে আসলে
কলম নিজের থেকে লিখতে চায় কবিতা।
তুমি আমার লেখার কারণ,
তুমি আমার ভাবনার উৎস।

যখন আকাশ মেঘে ঢেকে যায়,
তখনও মনে হয়, তুমি আছো কোথাও,
হয়তো সেই মেঘের আড়ালেই—
হয়ে উঠেছো আমার প্রতিটি মুহূর্তের আশ্রয়।

তুমি নেই, তবুও আছো,
এই ভাঙা শহরের প্রতিটি কোণে।
তোমার কথা ভেবেই তৈরি করি ভবিষ্যতের স্বপ্ন,
যেখানে আমরা হাঁটবো পাশাপাশি—হাতে হাত রেখে।

ভালোবাসা মানে তোমার নাম মনে করে নিঃশ্বাস ফেলা,
ভালোবাসা মানে তোমার দিকে না তাকিয়েও
তোমায় অনুভব করা নিজের ভেতরে।

তুমি যদি কখনো জানতে,
এই হৃদয় কতটা ভরে আছে তোমায় নিয়ে,
তবে বুঝতে—তোমায় ভালোবাসা কোনো মুহূর্ত নয়,
এ এক জীবনব্যাপী আরাধনা।