মানুষের দুইটা জিনিস ঠিক হয়ে গেলে তার জীবনের সবকিছু ঠিক হয়ে যায়। নামাজ এবং জবান। বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার অন্তর পরিশুদ্ধ হয়; আর যদি কথা বলার আগে ভেবে বলে, কথা কম বলে এবং গীবত না করে— তাহলে সমাজে তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়।
— ইউনুস ইবনে উবাইদ (রহ.)
Giống
Bình luận
Đăng lại