30 w ·Translate

ভালোবাসায় ডুবন্ত চোখ কখনো মিথ্যা বলে না।
মিথ্যা তো শেখায় দুনিয়া। দুনিয়ার মিথ্যা চোখে তোমরা সৌন্দর্য দেখো না। ভালোবাসা খুঁজো না।

ভালোবাসার চোখ অদ্ভুত সুন্দর।এই পর্দা স্রষ্টা পড়িয়ে দিয়েছেন। তাকেই ভালোবাসো যে তোমার চোখে সুন্দর। তাকেই আগলে রাখো - যাকে স্রষ্টা তোমার নামে পাঠিয়েছেন।

তোমরা ভালোবাসো। ভালোবাসার চোখে বাঁচিয়ে রাখো প্রিয়কে। পৃথিবীর সকল ভালোবাসায় ডুবন্ত চোখ -
ফিরে পাক তাদের হারানো সৌন্দর্যকে।