সহস্র অনুভূতির আবরণে যে অপ্রাপ্তিরা লুকনো,
তাদের মাঝে আজও বেচে আছে পিছুটান।
যে মায়া হৃদয়ে বিস্তৃত এখনো,
শুকনো গন্ধরাজের অস্তিত্বের মতো,
অথবা অস্পষ্ট রঙধনুর স্মৃতির মতো,
সেখানে রয়ে গেছে তার বাসস্থান।
তাকে ভুলতে চাওয়ার অপরাধে আংশিক মৃতপ্রায়,
তবুও সেই দৃশ্যপট থেকে মুছে ফেলা যায়নি,
তবুও কোন অজানা মুহূর্তে ভুলে যাওয়া যায়নি,
সে আমার ভয়ংকর পিছুটান।
যা অসীম অসম্পূর্ণতায় মিশ্রিত অশেষ টান।
না সে হয়েছিল অতীত আর না আছে বর্তমানে,
শুধু ক্ষয়ে ক্ষয়ে রয়ে গেছে অমায়িক পিছুটানে।
お気に入り
コメント
シェア