---

মায়া সবার প্রতি আসে না,
কারও চোখে দেখা মেলে না।
যাকে পেয়ে মন জেগে ওঠে,
তার কাছেই মায়া বাঁধে ঘর।
অন্যেরা আসে, শুধু থেকে যায় অচেনা।


---