তোমায় ভাবলেই
তোমায় ভাবলেই মনটা হঠাৎ থেমে যায়,
কিছু শব্দ হারিয়ে ফেলে পথ,
হৃদয়ের গভীরে বাজে এক সুর,
যা কেবল তোমারই নাম বলে যতবার।
তুমি হয়তো জানো না,
তোমার ছোট্ট হাসিতে ভরে যায় কারো দিন।
তোমার একবার দেখা মানেই উৎসব,
যেন পৃথিবীর সব আলো এসে নামে ওই চাহনিতে।
তোমার পাশে দাঁড়িয়ে থেকেও কিছু বলি না,
ভয় হয়—শব্দগুলো যদি হারায় মাধুর্য!
তোমার চুপ থাকা, তোমার চলে যাওয়া,
সবই একধরনের প্রেম হয়ে থাকে আমার ভেতর।
তুমি ছাড়া লেখা হয় না কোনো কবিতা,
তুমি ছাড়া কাটে না গভীর রাত।
তুমি যেন একটা না বলা প্রতিশ্রুতি,
যা হৃদয়ের পাঁজরে বাজে নীরবভাবে বারবার।
ভালোবাসা মানে সবসময় পাওয়ার নয়,
ভালোবাসা মানে অনুভবের গভীরতায় বাঁচা।
তোমায় ভাবলেই তা নতুন করে বুঝি—
তুমি না হয়েও প্রতিটি মুহূর্তে আমার পাশে আছো।