30 w ·Traduire

আলী (রা) হতে বর্ণিত, রাসূল (সা) বলেছেন, এক মুমিনের উপর অপর মুমিনের ছয়টি হক্ব রয়েছে=

(১) যখন কোন মুসলিমের সাথে সাক্ষাত হবে তখন সালাম দিবে,
(২) কেউ দাওয়াত দিলে তার ডাকে সাড়া দিবে,
(৩) যখন কেউ হাঁচি দিবে তার উত্তর দিবে (ইয়ারহামুকাল্লাহ বলবে),
(৪) কোন মুসলিম অসুস্থ হলে তার খোঁজ-খবর নিবে,
(৫) কোন মুসলিমের মৃত্যু হলে তার জানাযায় শরীক হবে এবং
(৬) নিজের জন্য যা পছন্দের করবে অন্যের জন্যও তাই পছন্দ করবে।

- [তিরমিযী, মিশকাত হা/ ৪৪৩৮]