1 y ·übersetzen

যতো পরিপক্ক হচ্ছি ততোই মনে হচ্ছে, তর্কের চেয়ে নীরবতা শ্রেয়।

যেখানে সম্মান নেই সেখান থেকে সরে যাই। যে বারবার বলার পরও বুঝেনি, তাকে আর বুঝাতে চাই না, সে তার মতো থাকুক। পরিণত হচ্ছি আর বুঝতে পারছি, নিঃসঙ্গতার চেয়ে আপন 'আর কিছু নেই!🖤