গল্পের নাম বাড়িওয়ালা ও ভাড়াটে পার্ট ১
এক লোক ঘর ভাড়া নিতে এসে বাড়িওলার কাছে বিভিন্ন সুযোগ-সুবিধা জানতে চাইলো। জমিদার সুযোগ সুবিধা বলতে গিয়ে বলেন, আপনি আসতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আমার বাড়িতে পানির অভাব হবে না।
লোকটি ঘর ভাড়া নিল। কিছুদিন পর ভাড়াটি বললো, একই বাড়িওয়ালা া আপনার পুরো ঘর দিয়ে দেখি বৃষ্টির পানি পড়ছে।
বাড়িওলা বলল আমি তো আপনাকে বাসা ভাড়া দেওয়ার সময় বলেছিলাম, আমার বাড়িতে পানির অভাব হবে না।
শিক্ষা: মানুষ নিজের স্বার্থ উদ্ধার করার জন্য চতুরতার মাধ্যমে অপরকে বোকা বানায়। আর বোকা লোক গুলোই বেশি বেশি প্রতারণার শিকার হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মমিন ধোকা দেয় না ধোকা খায় না।
অতএব দোকা দেওয়া ও দোকা খাওয়া থেকে সাবধান।
Tanzim Bin Helal
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?