গল্পের নাম উট পাখি
একদিন নাসির উদ্দিন হোজ্জা তার স্ত্রীকে বলল, দেখো, আল্লাহ কত মেহেরবান। মানুষের কল্যাণের জন্য তিনি কত সুন্দর ব্যবস্থা করেছেন।
হোজ্জার স্ত্রী বললো একটা উদাহরণ দাও।
হোজ্জা বলল উট পাখির কথা একবার ভাবো না, এদের পাখা নেই।
হজ্জের স্ত্রী বলল তাতে কি হয়েছে।
হচ্ছে বলল আরে চিন্তা করে দেখ। যদি উট পাখির পাখা থাকতো, আর সেই গরিব মানুষের চালে বসতো তাহলে চালের কি অবস্থা হতো?
শিক্ষা আল্লাহ যা করেন সবই বান্দার মঙ্গল ও কল্যাণের জন্যই করেন যদিও মানুষ বোঝে না।
Gefällt mir
Kommentar
Teilen