আমার সিজার হয়েছে ৮ মাস, আর আমার ননদ এর ৩বছর। ননদ আসছে বেড়াতে। আমি আমার শ্বাশুরি ও ননদ তিন জনই রান্না ঘরে বড় পাতিল এ ভাত রান্না করতেছি,,ভাত আমার শাশুড়ি চেক করে বলল ভাত হয়েছে। আমার ননদ নামাতে নিলো
শাশুড়ি মা: আরে আরে তুই সিজার এর রোগি তুই এত ভারি জিনিশ নামাস না। বউ তুমি নামাও।
আমি তো অবাক হয়ে চেয়ে রইলাম।আর বলেছি আমার বাচ্চা তো আকাশ ফেরে হয়েছে 🙂
আমার বাচ্চা তো কলা গাছ চিড়ে হয়ছে💌
Aimer
Commentaire
Partagez