1 y ·Translate

"" সেপ্টেম্বর মাস ""
এই মাসটা একটা সময় আমার জন্য খুব স্পেশাল একটা মাস ছিলো কারন এই মাসে আমার জন্মদিন ছিলো।
কিন্তু এখন এইমাস টা আমার কাছে অভিশাপময় একটা মাস। এই মাসটায় আমার থেকে আমার আপন জন গুলোকে কেড়ে নিয়েছে।৩ সেপ্টেম্বর আমার জন্মদিন হলেও ১৫ সেপ্টেম্বর আমার নানুর মৃত্যু দিন হলো। সব চেয়ে মজার বিষয় হচ্ছে ৩ সেপ্টেম্বর যেমন আমার জন্মদিন তেমনি ২১ সেপ্টেম্বর আমার জীবন ধংসের দিন।তাই হিসাব মিলায় দেখলাম আমার জন্ম, আমার জীবন ধংস হওয়া আর নানুর মৃত্যু সব মিলিয়ে এই মাসটাকে আমার জীবনে অভিশাপময় মাস বলেই মনে হয় আমার কাছে।খুব কি ক্ষতি হতো এই মাসটা আমার জীবনে না আসলে।সবাই বলে দেখিস একদিন তুই খুব ভালো থাকবি যা হয় সব ভালোর জন্য হয় তাই বলে সব ভালো আমার সাথেই হতে হবে। সব হারিয়ে বুঝি ভালো থাকা যায়।মাঝে মাঝে নিজের জীবনের উপর অনেক অভিযোগ হয় এমন টা আমার জীবনে না হলেও পারত।