1 y ·Translate

আমি লিখে যাবো সকল নির্দয়ার গল্প।
যারা ভালবাসায় ভর করে ভেঙ্গেছে হৃদয়।
আর যারা চেয়েছিলো আমায় করুণ আবেগে।
আমি তুমি আমরা কেউ'ই পাইনি কাউকে।
চাওয়া পাওয়ার হিসাবে দাড়ি টেনে
সামনে এগোতেই দেখি মা দাঁড়িয়ে।
হাতে শিউলীর মালা, চোখেমুখে কঠিন শাসন।
সকল কিছুর উর্ধ্বে গিয়ে আবারো ভালবাসে আমায়।
আর বাবা! সদা হাসোজ্জল এক সহজ মানুষ।
পিঠে তুলে সাঁতার শিখিয়ে বলেছিল, কখনো ডুবে যাসনে।
কৈশোর আমি হেসে ভাবি শিখেছি সাঁতার, ডুববো কোথায়!
অথচ ডুবসাঁতারেই কাটছে জীবন।
দূরন্ত শৈশবে নানু বাড়িই ছিল শেষ আনন্দ।
তিতাস পাড়ে খেলা ক্রিকেট, নদীর বুকে চালানো নৌকার দাগ আজও দাগ টানে আমার বুকে।
আমি বড় হয়ে যাই, জীবন আমাকে তুলে নিয়ে ছুড়ে ফেলে বাস্তবতার গ্যাঁড়াকলে।
যেই শাসনে হৃদয় ভাঙ্গতো, আমি হয়ে উঠি সেই শাসক।
সাদাসিধে অতৃপ্ত আত্মা যেন আমার প্রেমিকার মতোই নির্দয়।