25 ث ·ترجم

রাখতে জানতে হয়...!

অনেকেই বলে যে থাকার সে এমনিতেই থাকবে। নারে ভাই রাখতে জানতে হয়। মানুষটাকে যত্ন করতে হয়। একটা গাছকেও তো যত্নে বড় করতে হয়, তাহলে একটা মানুষকে যত্নে রেখে দিলে ক্ষতি কি?

একটা সম্পর্কে ঝগড়াঝাটি না হলে ওই সম্পর্ক আর সম্পর্ক হয় না। নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে নিতে হয়। একটু ইগো কমিয়ে আগলে রাখলে কি হয়? বিচ্ছেদে কি শান্তি আছে..?!

image