1 y ·Translate

তুমি তো আমায় একদিনে ভা*ঙ্গোনি,
রোজ একটু একটু করে যত্ন করে ভে*ঙ্গেছো।
কি ভাবছো আমি খুব বোকা তাই না,
এতো যত্ন করে অবহেলার পরও,
মানুষটা ছূটছে তোমার পিছে একটু কথা বলার জন্য।
এটুকু বো"কা তো ভাবতেই পারো,
তা না হলে কি নিজের আ*ত্নসম্মান ই"গো ভুলে,
পা*গলের মতো ছুটতাম তোমার পিছে।
তবে এটা মানতেই হবে ,
তুমি নিখুঁত মাপের অনেক বড় জা"ত অভিনেতা।
তবে,
বেই*মানির বা ছিলনা ম"য়ির জন্য যদি কোনো স্বর্নপদক বা নোবেল পুরস্কার থাকতো,
তবে বিশ্বাস করো সবার আগে তুমি পাইতা সেটা।।
আমি তোমার হয়ে সবার কাছে বলতাম তোমার নি"খুঁত অ"ভিনয়ের কথা।
দেখতা সবার আগে তুমি বেই*মানির জন্য নোবেল পুরস্কার পাইতা ,আর ছ*লনা ময়ীর জন্য পাইতা স্ব"র্নপ"দক।
তুমি অনেক বড় মাপের খেলোয়াড়
আর তুমি ভাবো আমি অনেক বর বোকা।