1 Y ·Översätt

#সোনাই??

যখন একটা মানুষ তার গল্প,চিন্তাভাবনা, ইচ্ছে,সমাস্যার কথা কারো কাছে বলেই ফেললো কিংবা শেয়ার করে প্রতিনিয়ত । সে এই থেকে যদি কিছুটা হলেও তৃপ্তি পায়। তাহলে আরেকজনের কাছে ঐ রকম ইচ্ছে নিয়ে বলতে পারবেনা। এমনো হবে আর কারো কাছে বলতেও ইচ্ছে হবেনা যদিও সে তার প্রিয়জন ও হয়।

আবার দেখা যায় হাসপাতালে আছে তার প্রিয় মানুষকে নিয়ে। তার সেবাযত্ন নিয়েই প্রায় সময় ব্যস্ত থাকে। ঠিক তখন যদি অনেকেই জানতে চায় কেমন আছে মানুষটি। আসলে অনেকেই হয়তো আসতেও পারেনা কিংবা চায়না হাসপাতালে এসে দেখতে। কিন্তু যেই মানুষটি হাসপাতালে থাকে অনেক সময় এতোটাই বিরক্তিকর লাগে যা বুঝানো যায়না।

যখন কেউ কয়েন দিয়ে টস করে সেটা একদিকেই উঠে দুদিক উঠেনা। একটা মানুষ কখনোই সামগ্রিকভাবেই কাউকে সুখী রাখতে পারেনা। কেউ না কেউ একটু হলেও কষ্ট পাবে এটাই স্বাভাবিক। তবে পাশের প্রিয় মানুষদের উচিত তাকে সবটা দিয়েই সাপোর্ট দেওয়া। কারন যে এমন না সেতো এমন করছে ইচ্ছে না থাকা স্বত্তেও। কাউকে ভালোবাসলে ভালোবাসা দিয়েই সাপোর্ট দেওয়া উচিত সেটা পাবার আশায় না। প্রিয় মানুষটাকে সুখী দেখার লোভে।

চলার পথে অনেক কিছুই শিখতেছি বাস্তবিকভাবেই। হারিয়ে যাওয়া অবধি শিখতেই থাকবো অর্থহীন শব্দের সমষ্টি নিয়ে।